|
প্রকল্পের নামঃ কর্ণফুলী নদীর তীর বরাবর কালুরঘাট সেতু হতে চাক্তাই খাল পর্যন্ত সড়ক নির্মাণ ।
প্রকল্প সংক্রান্ত তথ্যাবলী:
- বাস্তবায়নকালঃ জুলাই, ২০১৭ হতে জুন ২০২৪।
প্রস্তাবিত মেয়াদ বৃদ্ধি: ফেব্রুয়ারি,২০২০ হতে জুন, ২০২৫
- প্রাক্কলিত ব্যয়ঃ ২৭৭৯৩৯.৪৭
(২য় সংশোধিত)।
- প্রকল্প পরিচালকঃ রাজীব দাশ,নির্বাহী প্রকৌশলী, চউক ।
|
|
মূল কার্যক্রম:
৮.৫০০ কিঃমিঃ দীর্ঘ, বর্তমান আর.এল ৪.০০ মিটার হতে ৯.৪০ মিটার (কম/বেশী) উচ্চতা বিশিষ্ট ও ২৪.৫০ মিটার প্রস্থ বিশিষ্ট শহর রক্ষাকারী বাঁধ কাম রাস্তা নির্মাণ, ভূমি অধিগ্রহণ (রোড) - ৬৯.৫০ হেক্টর, রেগুলেটর নির্মাণ-১২টি, পাম্প হাউস নির্মাণ-১২টি, পানির পাম্প সরবরাহ এবং স্থাপন- ১২টি (১ ঘন মিটার প্রতিটি), জেনারেটর সরবরাহকরণ এবং স্থাপন-১২টি, স্লোপ প্রোটেকশান (C.C. Block)-২১২৫০০ বর্গমিটার।
মন্তব্য/বাস্তবায়ন অগ্রগতি
- প্রকল্পের ২০২৩-২৪ অর্থ বছরের আরএডিপি বরাদ্দ অনুযায়ী ১ম, ২য়, ৩য় ও ৪র্থ কিস্তির ভূমি অধিগ্রহণ খাতের মোট ৫৫০০.০০ লক্ষ টাকা অর্থ বিভাগ হতে অবমুক্ত করা হয়নি। ভূমি অধিগ্রহন খাতে অর্থ অবমুক্তি না হওয়ায় ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদেরকে ক্ষতিপূরন প্রদানপূর্বক ভূমি ক্রয় করা সম্ভব হচ্ছে না বিধায় প্রকল্পের অগ্রগতি ব্যাহত হচ্ছে। ২০২৩-২৪ অর্থবছরের আরএডিপি বরাদ্দের বিপরীতে প্রকল্পের আর্থিক অগ্রগতি ৯১.৯৭% হলেও অর্থ অবমুক্তির বিপরীতে ১০০% আর্থিক অগ্রগতি সাধিত হয়েছে।
- প্রকল্পের আওতায় ১২ টি রেগুলেটর/স্লুইস গেইট এর মধ্যে বর্তমানে ১০টি রেগুলেটর/স্লুইস গেইট, রেগুলেটরের মূখে স্লোপ প্রটেকশনের এবং বাঁধের মাটি ভরাটের কাজ চলমান আছে। ১০টি রেগুলেটর/স্লুইস গেইটের মধ্যে চাক্তাই, রাজাখালী, বলিরহাট ও নোয়া খাল এলাকায় ৬টি স্লুইস গেইট/ রেগুলেটরের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। উক্ত ৬টি রেগুলেটর/স্লুইস গেইট বর্তমানে FRP গেইটের পরিবর্তে প্রচলিত MS গেইট দিয়ে অস্থায়ীভাবে চালু করা হয়েছ। বিদেশ থেকে FRP গেইট সমূহ আসলে পরবর্তীতে MS গেইট সমূহ অপসারন করে FRP গেইট বসানো হবে। ১০টি রেগুলেটর/স্লুইস গেইট এর Structural কাজ সম্পন্ন হয়েছে।
- এছাড়া ISG, Sub-base, Base Type –I ও II এর কাজ চলমান আছে।
- বিগত ২৪/০৪/২০২৪ তারিখে অনুষ্ঠিত পিএসসি সভায় আলোচ্য প্রকল্পের মেয়াদ জুন’২০২৫ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়।
- প্রকল্পের ক্রমপুঞ্জিত আর্থিক অগ্রগতি ৭৮.৭৪%।
জুন/২০২৪ পর্যন্ত ক্রমপুঞ্জিত অগ্রগতি:
আর্থিকঃ ১৫৫৮৫৮.৮৫ (৫৬.০৮%)
২০২৩-২০২৪ অর্থ বছরের এডিপি বরাদ্দঃ ৬৮৫০০.০০
বার্ষিক ভৌত লক্ষ্যমাত্রাঃ ২০%
প্রকল্পের শুরু থেকে ক্রমপুঞ্চিত ভৌত অগ্রগতিঃ ৮০%
২০২৩-২৪ অর্থবছরের জুন/ ২০২৪ পর্যন্ত ভৌত অগ্রগতিঃ ১০০%
বর্তমানে এটি একটি চলমান প্রকল্প।
|