Wellcome to National Portal
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ ডিসেম্বর ২০২৪

প্রকল্পের নামঃ চট্টগ্রাম শহরের লালখান বাজার হতে শাহ্ আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ ।

প্রকল্পের নামঃ  লালখান বাজার হতে শাহ্ আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে ।

প্রকল্প সংক্রান্ত তথ্যাবলী:

  • বাস্তবায়নকালঃ জুলাই-২০১৭ হতে জুন-২০২৪
  • প্রস্তাবিত মেয়াদ বৃদ্ধি: ফেব্রুয়ারি,২০২০ হতে জুন, ২০২৫

  • প্রাক্কলিত ব্যয়ঃ  ৪২৯৮৯৫.১১ (১ম সংশোধিত)
  • প্রকল্প পরিচালকঃ জনাব  মোঃ মাহফুজুর রহমান, নির্বাহী প্রকৌশলী (প্রকল্প), চউক

আরো ছবি দেখতে এখানে ক্লিক করুন

মূল কার্যক্রম:

চট্টগ্রাম শহরের শিল্পাঞ্চল (ফৌজদারহাট শিল্পাঞ্চল, নাসিরাবাদ শিল্পাঞ্চল ও কালুরঘাট শিল্পাঞ্চল) ও দক্ষিণ চট্ট্রগ্রামের সাথে চট্টগ্রাম বন্দরের সরাসরি যোগাযোগ স্থাপনের লক্ষ্যে চট্টগ্রাম শহরের লালখান বাজার হতে শাহ্ আমানত বিমানবন্দর পর্যন্ত ১৬.৫০  কি: মি: দৈর্ঘ্য ও ১৬.৫ মিটার প্রস্থ বিশিষ্ট ফ্লাইওভার নির্মাণ ।

মন্তব্য/বাস্তবায়ন অগ্রগতিঃ

  • প্রকল্পের ২০২৩-২৪ অর্থ বছরের আরএডিপি বরাদ্দ অনুযায়ী ১ম, ২য়, ৩য় ও ৪র্থ কিস্তির ভূমি অধিগ্রহণ খাতের মোট ১১৫৮৪.২৯ লক্ষ টাকা অর্থ বিভাগ হতে অবমুক্ত করা হয়নি। ভূমি অধিগ্রহন খাতে অর্থ অবমুক্তি  না হওয়ায় র‌্যাম্পের নির্মাণ কাজের অগ্রগতি সাধন করা সম্ভব হচ্ছে না। উপযোজনের পর ২০২৩-২৪ অর্থবছরের পুন:নির্ধারিত আরএডিপি বরাদ্দের বিপরীতে প্রকল্পের আর্থিক অগ্রগতি ৭৯.৫২% হলেও অর্থ অবমুক্তির বিপরীতে ১০০% আর্থিক অগ্রগতি সাধিত হয়েছে।
  • ১৪/১১/২০২৩ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক সীবিচ থেকে টাইগারপাস পর্যন্ত নবনির্মিত র‌্যাম্পের মাধ্যমে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি  ‘মেয়র মহিউদ্দিন চৌধুরী সিডিএ এক্সপ্রেসওয়ে’ নামে শুভ উদ্বোধন করা হয়েছে।
  • সী-বিচ হতে ওয়াসা মোড় পর্যন্ত চার লেইন বিশিষ্ট ১৫.২০ কি.মি. দৈর্ঘ্যের মূল ফ্লাইওভারটির ৯৫% কাজ সমাপ্ত হয়েছে। টোল প্লাজা স্থাপনের জন্য দরপত্র আহবান করা হয়েছিল যা পরবর্তীতে কর্তৃপক্ষ কর্তৃক বাতিল করা হয়েছে।
  • উক্ত প্রকল্পের আওতায় ১৪টি র‌্যাম্প নির্মাণের সংস্থান রয়েছে। ইতোমধ্যে ৫টি র‌্যাম্পের নির্মাণ কাজ চলমান রয়েছে। অবশিষ্ট ৯টি র‌্যাম্পের এ্যালাইনমেন্টের মধ্যে স্থিত বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর বৈদ্যুতিক পোল ও ওভারহেড লাইন, চট্টগ্রাম ওয়াসা, কেজিডিসিএল এবং বিটিসিএল এর ভূগর্ভস্থ লাইনসমূহের স্থানান্তর কাজ চলমান আছে।
  • টাইগারপাস জংশনে নিউমার্কেট থেকে টাইগারপাসমূখী upward ramp এর নির্মাণ কাজ শুরু করার সময় CRB নাগরিক সমাজ নামীয় সংগঠন কর্তৃক  বাধা প্রদান করা হলে নির্মাণ কাজ বন্ধ রাখা হয়। এ বিষয়ে মন্ত্রণালয়ের সদয় দৃষ্টি আকর্ষন করা যায়।
  • বিগত ২৪/০৪/২০২৪ তারিখে অনুষ্ঠিত পিএসসি সভায় আলোচ্য প্রকল্পের মেয়াদ জুন’২০২৫ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়।
  • প্রকল্পের ক্রমপুঞ্জিত আর্থিক অগ্রগতি ৮৭.৫১% ও ভৌত অগ্রগতি ৯১% ।

জুন/২০২৩ পর্যন্ত ক্রমপুঞ্জিত অগ্রগতিঃ

আর্থিকঃ ৩৩১২২২.৭৪ (৭৭.০৫%)

ভৌতঃ ৭৮%

২০২৩-২০২৪ অর্থ বছরের এডিপি বরাদ্দঃ ৫৬৫৮৫.০০

বার্ষিক ভৌত লক্ষ্যমাত্রাঃ ২২%

প্রকল্পের শুরু থেকে ক্রমপুঞ্চিত ভৌত অগ্রগতিঃ ৯১%

বর্তমানে এটি একটি চলমান প্রকল্প।