প্রকল্পের নামঃ চট্টগ্রাম সিটি আউটার রিং রোড (পতেঙ্গা হতে সাগরিকা)। | |||||||||||||||||||||||||||||||||||||
প্রকল্প সংক্রান্ত তথ্যাবলী: - বাস্তবায়নকাল: জানুয়ারি ২০১১ হতে ডিসেম্বর ২০২২ - প্রাক্কলিত ব্যয়: ২৬৭৫৯৫.৯৯ (জিওবি ২০৩২৪০.৯১ জাইকা ৬৪৩৫৫.০৮) |
মূল কার্যক্রম: • বর্তমানে ঠিকাদার কর্তৃক কোস্টাল/রিং রোডের ১৫.২০ কি.মি. রোডের পেভমেন্ট নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে এবং ইতোমধ্যে মূল সড়কটি যানচলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। এছাড়া সাগরিকা ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন রিং রোড সংযোগ সড়কে নির্মিতব্য ফ্লাইওভারের ৯৭.৫% সাবষ্ট্রাকচার এবং ৭৮.২% সুপার ষ্ট্রাকচার নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। এছাড়া ফিডার রোড-০১ এর নির্মাণ কাজ চলমান রয়েছে।
• রিং রোড প্রকল্পের সাথে সিইপিজেড এর সংযোগ সড়ক নির্মাণের লক্ষ্যে ঠিকাদার নিয়োগের ক্রয় সংক্রান্ত প্রস্তাবটি অনুমোদিত হয়েছে এবং ঠিকাদারকে NOA প্রদান করা হয়েছে।
• “কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণ প্রকল্প”, “চট্টগ্রাম সিটি আউটার রিং রোড প্রকল্প” এবং “চট্টগ্রাম শহরের লালখান বাজার হতে শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ” প্রকল্পের মিলিত স্থলে মন্ত্রীপরিষদ সচিব মহোদয়ের নির্দেশক্রমে জংশন উন্নয়ন ব্যয় অন্তর্ভূক্ত করে আলোচ্য প্রকল্পের চতুর্থ সংশোধিত ডিপিপির প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়। উক্ত প্রস্তাবের উপর গত ০১/০৬/২০২২ তারিখে ব্যয় যৌক্তিকরণ সভা অনুষ্ঠিত হয় এবং ব্যয় যৌক্তিকরণ সভার সিদ্ধান্তের আলোকে ডিপিপি পুনর্গঠন করে অনুমোদনের জন্য মন্ত্রণালয় হতে পরিকল্পনা কমিশনে প্রেরণ করা হয়েছে। আগামী ১৬/১০/২০২২ তারিখে প্রকল্পের উপর পরিকল্পনা কমিশনে পিইসি সভা অনুষ্ঠিত হবে।
• প্রকল্পের ক্রমপুঞ্জিত আর্থিক অগ্রগতি ৯৫.০১%।
জুন/২০২২ পর্যন্ত ক্রমপুঞ্জিত অগ্রগতি: আর্থিকঃ ২৫২২৪৫.১৫ ভৌতঃ ৯৫% ২০২২-২০২৩ অর্থ বছরের এডিপি বরাদ্দঃ ১৩২৫০.০০ বার্ষিক ভৌত লক্ষ্যমাত্রাঃ ২০% বর্তমানে এটি একটি চলমান প্রকল্প। |
||||||||||||||||||||||||||||||||||||
প্রকল্পরে নাম : “সিরাজদ্দৌলা রোড হতে শাহ আমানত ব্রীজ সংযোগ সড়ক র্পযন্ত সংযোগ সড়ক নির্মাণ (বাকলয়িা এক্সসে)”
|
|||||||||||||||||||||||||||||||||||||
প্রকল্প সংক্রান্ত তথ্যাবলী: উদ্যোগী মন্ত্রণালয় : গৃহায়ন ও গণর্পূত মন্ত্রণালয়।
|
|
||||||||||||||||||||||||||||||||||||
প্রকল্পের নামঃ কর্ণফুলী নদীর তীর বরাবর কালুরঘাট সেতু হতে চাক্তাই খাল পর্যন্ত সড়ক নির্মাণ । | |||||||||||||||||||||||||||||||||||||
প্রকল্প সংক্রান্ত তথ্যাবলী: - বাস্তবায়নকালঃ জুলাই, ২০১৭ হতে জুন ২০২৪। - প্রাক্কলিত ব্যয়ঃ ২৭৭৯৩৯.৪৭ - প্রকল্প পরিচালকঃ রাজীব দাশ,নির্বাহী প্রকৌশলী, চউক ।
|
মূল কার্যক্রম: • চউক কর্তৃক জমি ক্রয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্থ জমি মালিকদের ক্ষতিপূরণ প্রদান চলমান রয়েছে। বর্তমানে ১০টি রেগুলেটর/স্লুইস গেইট, রেগুলেটরের মূখে স্লোপ প্রটেকশনের এবং বাঁধের মাটি ভরাটের কাজ চলমান আছে। প্রকল্পের প্রস্তাবিত ২য় সংশোধিত ডিপিপি গত ১৬/০৮/২০২২ তারিখে অনুষ্ঠিত একনেক সভায় শর্ত সাপেক্ষে অনুমোদিত হয়। একনেক সভার সিদ্ধান্তের আলোকে ডিপিপি পুনর্গঠন করে একনেক দপ্তরে প্রেরণ করা হয়েছে। শীগ্রই জিও জারি করা হবে। প্রকল্পের ক্রমপুঞ্জিত আর্থিক অগ্রগতিঃ ৫০.০৪% জুন/২০২২ পর্যন্ত ক্রমপুঞ্জিত অগ্রগতি: আর্থিকঃ ১১৫৬০৯.৬৩ (৪১.৫৯৫%) ভৌতঃ ৬৬% ২০২২-২০২৩ অর্থ বছরের এডিপি বরাদ্দঃ ৩৬০৫০.০০ বার্ষিক ভৌত লক্ষ্যমাত্রাঃ ৫% বর্তমানে এটি একটি চলমান প্রকল্প। |
||||||||||||||||||||||||||||||||||||
প্রকল্পের নামঃ এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর বহি:সীমানা দিয়ে লুপ রোড নির্মাণসহ ঢাকা ট্রাংক রোড হতে বায়েজিদ বোস্তামী রোড পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ। | |||||||||||||||||||||||||||||||||||||
প্রকল্প সংক্রান্ত তথ্যাবলী: - বাস্তবায়নকালঃ অক্টোবর’২০১৩ হতে জুন ২০২৩ - প্রাক্কলিত ব্যয়ঃ ৩৫৩০৪.৩১(জিওবি ৩২০০৩.৭৮নিজস্ব অর্থায়ন ৩৩০০.৫৩)
|
মূল কার্যক্রম:
• প্রকল্পের আওতায় ০৮ টি কালভার্ট নির্মাণ, ৬টি ব্রীজ নির্মাণ, ১০০০০ মি: ড্রেন নির্মাণ এবং ৫.৫০ কি: মি: পেভমেন্ট নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। এছাড়া ১ টি রেলওভারপাস নির্মাণ কাজ চলমান রয়েছে।
• পাহাড় কর্তনের বিষয়ে সরকারি অনুমোদন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র থাকার পরও চউক’কে ১০ কোটি টাকা ক্ষতিপূরণের আদেশ দেওয়া হয়। উক্ত আদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছে ।
• প্রকল্পের ২য় সংশোধিত ডিপিপি মাননীয় পরিকল্পনা মন্ত্রী কর্তৃক ২৭/০৭/২০২২ তারিখে অনুমোদিত হয়। তৎপ্রেক্ষিতে বর্ধিত কাজসমূহ সম্পাদনের জন্য দরপত্র আহবান করা হয়েছে। দরপত্র দাখিলের পর বর্তমানে মূল্যায়নের কাজ চলছে। ২০২২-২৩ অর্থবছরের প্রথম কিস্তির অর্থ অবমুক্তিকরণের প্রস্তাব ইতোমধ্যে মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে।
• প্রকল্পের ক্রমপুঞ্জিত আর্থিক অগ্রগতি ৭৭.৯২%।
জুন/২০২২ পর্যন্ত ক্রমপুঞ্জিত অগ্রগতি:
আর্থিকঃ ২৪৯৩৮.৯২(৭৭.৯২%) ভৌতঃ ৯৪% ২০২২-২০২৩ অর্থ বছরের এডিপি বরাদ্দঃ ১৭০০.০০ বার্ষিক ভৌত লক্ষ্যমাত্রাঃ ৬% বর্তমানে এটি একটি চলমান প্রকল্প। |
||||||||||||||||||||||||||||||||||||
প্রকল্পের নামঃ সিরাজউদ্দৌলা রোড হতে শাহ আমানত ব্রীজ পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ। |
|||||||||||||||||||||||||||||||||||||
প্রকল্প সংক্রান্ত তথ্যাবলী: - বাস্তবায়নকালঃ জুলাই ২০১৬ হতে জুন ২০২৩ - প্রাক্কলিত ব্যয়ঃ ২২০৭১.৮১ (২য় সংশোধিত) |
মূল কার্যক্রম:
জুন/২০২২ পর্যন্ত ক্রমপুঞ্জিত অগ্রগতি:
আর্থিকঃ১৫০৯৩.৮৪ (৬৮.৩৯%) ভৌতঃ ৯০% ২০২২-২০২৩ অর্থ বছরের এডিপি বরাদ্দঃ ১৭০০.০০ বার্ষিক ভৌত লক্ষ্যমাত্রাঃ ১০% বর্তমানে এটি একটি চলমান প্রকল্প। |
||||||||||||||||||||||||||||||||||||
প্রকল্পের নামঃ প্রিপারেশন অফ চট্টগ্রাম মেট্রোপলিটন মাষ্টার প্ল্যান (২০২০-২০৪১)। |
|||||||||||||||||||||||||||||||||||||
প্রকল্প সংক্রান্ত তথ্যাবলী: - বাস্তবায়নকালঃ (ফেব্রুয়ারি,২০২০-জুন, ২০২৪) - প্রাক্কলিত ব্যয়ঃ ৩৩৩২.৮৮
|
মূল কার্যক্রম:
প্রকল্পের ক্রমপুঞ্জিত আর্থিক অগ্রগতি ১০.১৮%। জুন/২০২২ পর্যন্ত ক্রমপুঞ্জিত অগ্রগতি:
আর্থিকঃ ৩৩৯.১৪ (১০.১৮%) ভৌতঃ২০% ২০২২-২০২৩ অর্থ বছরের এডিপি বরাদ্দঃ ৫৬০.০০ বার্ষিক ভৌত লক্ষ্যমাত্রাঃ ৩০% বর্তমানে এটি একটি চলমান প্রকল্প। |
||||||||||||||||||||||||||||||||||||
প্রকল্পের নামঃ কন্সট্রাকশন অব সিডিএ স্কয়ার এট নাসিরাবাদ, চিটাগাং । | |||||||||||||||||||||||||||||||||||||
প্রকল্প সংক্রান্ত তথ্যাবলী: - বাস্তবায়নকালঃ (জানু,২০১২ হতে জুন, ২০২৩ ) - প্রাক্কলিত ব্যয়ঃ ১৬৭৪৮.০১ |
মূল কার্যক্রম: • আলোচ্য প্রকল্পের আওতায় নির্মিতব্য ০৩ (তিন) টি ভবনের সবগুলো ফ্লোরের ছাদ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে এবং বর্তমানে ভবনের অভ্যন্তরীণ কাজসমূহ চলমান রয়েছে। প্রকল্পের আওতায় নির্মিতব্য ১৬৫ টি ফ্ল্যাটের মধ্যে ১৫৪টি ফ্ল্যাট ইতোমধ্যে বরাদ্দ প্রদান করা হয়েছে এবং অবশিষ্ট ১১টি ফ্ল্যাট বরাদ্দের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
• প্রকল্পের ক্রমপুঞ্জিত আর্থিক অগ্রগতি ৩৯.৪৪%।
জুন/২০২২ পর্যন্ত ক্রমপুঞ্জিত অগ্রগতি:
আর্থিকঃ ৬৪০৫.৬৮ (৩৮.২৫%) ভৌতঃ ৬৯% ২০২২-২০২৩ অর্থ বছরের এডিপি বরাদ্দঃ ৩০০০.০০ বার্ষিক ভৌত লক্ষ্যমাত্রাঃ ১৫% বর্তমানে এটি একটি চলমান প্রকল্প। |
||||||||||||||||||||||||||||||||||||
প্রকল্পের নামঃ কনস্ট্রাকশন অফ ১০ স্টোরিড এ্যাপার্টমেন্ট কমপ্লেক্স এট দেওয়ানহাট,চিটাগং। | |||||||||||||||||||||||||||||||||||||
প্রকল্প সংক্রান্ত তথ্যাবলী: - বাস্তবায়নকালঃ (মে,২০১৩ হতে ডিসেম্বর, ২০২২) - প্রাক্কলিত ব্যয়ঃ ২৬০২.০৮ |
মূল কার্যক্রম:
• প্রকল্পের আওতায় ১০ তলা ভবনের পাইলিং,বেইজমেন্ট ও সকল ফ্লোরের ছাদ ঢালাই কাজ সম্পন্ন হয়েছে। ভবনের অভ্যন্তরীণ কাজসমূহ চলমান রয়েছে। প্রকল্পের আওতায় নির্মিতব্য ৩৯টি ফ্ল্যাটের মধ্যে ৩টি ফ্ল্যাট ইতোমধ্যে বরাদ্দ প্রদান করা হয়েছে এবং অবশিষ্ট ৩৬টি ফ্ল্যাট বরাদ্দের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
• প্রকল্পের ক্রমপুঞ্জিত আর্থিক অগ্রগতি ৪৭.৯৫%।
জুন/২০২২ পর্যন্ত ক্রমপুঞ্জিত অগ্রগতি:
আর্থিকঃ ১২২৩.৭৮(৪৭.০৩%) ভৌতঃ ৯২% ২০২২-২০২৩ অর্থ বছরের এডিপি বরাদ্দঃ ১৩৭০.০০ বার্ষিক ভৌত লক্ষ্যমাত্রাঃ ৮% বর্তমানে এটি একটি চলমান প্রকল্প। |
||||||||||||||||||||||||||||||||||||
প্রকল্পের নামঃ অনন্যা আবাসিক এলাকার উন্নয়ন (২য় পর্যায়) সংশোধিত : | |||||||||||||||||||||||||||||||||||||
প্রকল্প সংক্রান্ত তথ্যাবলী: - বাস্তবায়নকালঃ ((জানুয়ারী ২০১৭ হতে ডিসেম্বর ২০২১) - প্রাক্কলিত ব্যয়ঃ ২৮৩২৯৭.৭৪ |
মূল কার্যক্রম:
• আলোচ্য প্রকল্পের উপর গত ১৫/০৬/২০২১ তারিখে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত PSC সভায় প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইপূর্বক আয়-ব্যয় বিশ্লেষণ করে প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব কিনা এই বিষয়ে মতামতসহ প্রতিবেদন মন্ত্রণালয়ে প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত মতে পরামর্শক নিয়োগ করে প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ করে পরামর্শক কর্তৃক খসড়া সম্ভাব্যতা রির্পোট দাখিল করা হয়েছে, যা পরীক্ষা-নিরীক্ষান্তে চূড়ান্ত করার পর্যায়ে রয়েছে। অতি শীঘ্রই তা চূড়ান্ত করে চউক কর্তৃক মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে।
• প্রকল্পের ক্রমপুঞ্জিত আর্থিক অগ্রগতি ০.১৫%
জুন/২০২২ পর্যন্ত ক্রমপুঞ্জিত অগ্রগতি:
আর্থিকঃ ৪৩৫.৭২(০.১৫%) ভৌতঃ - ২০২২-২০২৩ অর্থ বছরের এডিপি বরাদ্দঃ ৫.০০ বার্ষিক ভৌত লক্ষ্যমাত্রাঃ - বর্তমানে এটি একটি চলমান প্রকল্প। |