Wellcome to National Portal
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ মে ২০২৩

প্রকল্পের নামঃ সল্টগোলা কর্মজীবী নারীদের জন্য ডরমেটরী নির্মাণ (সিইপিজেড সংশ্লিষ্ট মহিলা শ্রমিকদের জন্য)

প্রজেক্ট ছবি

প্রকল্পের নামঃ সল্টগোলা কর্মজীবী নারীদের জন্য ডরমেটরী   নির্মাণ (সিইপিজেড সংশ্লিষ্ট মহিলা শ্রমিকদের জন্য) ।

বাস্তবায়নকালঃ  মার্চ’ ২০০৮ হতে জুন’ ২০১৮

প্রাক্কলিত ব্যয়ঃ ৯২০৭.১০ লক্ষ টাকা।

  •  বানিজ্যিক সুযোগ সুবিধা সম্বলিত কমার্শিষাল ভবন নির্মাণ।
  • কর্মজীবী নারীদের আবাসনের জন্য ২৪৪টি ডরমেটরী রুম নির্মাণ।
প্রজেক্ট ছবি

প্রকল্পের শুরু হতে আগস্ট, ২০২০ পযর্ন্ত সার্বিকঃ

আর্থিক অগ্রগতিঃ ৮৯.৪৮%(মোট ব্যয় ৮২৩৩.৬৬ লক্ষ টাকা ।

অগ্রগতি / মন্তব্য

  • জুলাই, ১৭ পর্যন্ত ক্রমপুঞ্জিত ভৌত অগ্রগতিঃ ৬৪%
  • জুলাই, ১৭ পর্যন্ত ক্রমপুঞ্জিত ব্যয়ঃ ২৯৫৮.৭৯ লক্ষ টাকা
  • বাণিজ্যিক ভবনের পাইলিং এর কাজ শেষ হয়েছে। বাণিজ্যিক ভবনের Architectural  & Structural Drawing এর Major Change হওয়াতে যথেষ্ট সময় ক্ষেপন হয়েছে। বর্তমানে  E-GP তে দরপত্র আহবান করা হয়েছে এবং TEC কমিটি কর্তৃক মূল্যায়ন করা সম্পন্ন হয়েছে।  উক্ত দরপত্র চুড়ান্ত অনুমোদনের জন্য  গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে।  ৫টি ৬তলা ডরমিটরী ভবনের কাজ সম্পন্ন করত: বিজিএমইএকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
  • ভৌত/বাস্তব অগ্রগতিঃ ৯৭%