Wellcome to National Portal
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ ফেব্রুয়ারি ২০২৪

প্রকল্পের নামঃ আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভার- মুরাদপুর, ২নং গেইট ও জিইসি জংশনে ফ্লাইওভার নির্মাণ।

প্রকল্পের  নামঃ  আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভার- মুরাদপুর, ২নং গেইট ও জিইসি জংশনে ফ্লাইওভার নির্মাণ।

বাস্তবায়নকালঃ 

জুলাই, ১০ হতে জুন, ২০১৮

প্রাক্কলিত ব্যয়ঃ মূলঃ ৬৯৬৩৪.৪৪ লক্ষ টাকা।

 

প্রকল্পের উদ্দেশ্যে ও মূল কার্যক্রমঃ

(ক) টাইগারপাস থেকে শুরু করে বহদ্দারহাট জংশন পর্যন্ত  সৃষ্ট তীব্র যানজট নিরসন।

(খ) চট্টগ্রাম শহরের  সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন।

(গ) যাতায়াতের জ্বালানী ও কর্মঘন্টার সাশ্রয় ।

কার্যক্রমঃ প্রকল্পের আওতায় ৫টি র‌্যাম্প ও ১টি লুপসহ ৪ লেইন বিশিষ্ট ৬.৮ কি:মি: ফ্লাইওভার নির্মাণের সংস্থান রয়েছে।

কার্যক্রমঃ প্রকল্পের আওতায় ৫টি র‌্যাম্প ও ১টি লুপসহ ৪ লেইন বিশিষ্ট ৬.৮ কি:মি: ফ্লাইওভার নির্মাণের সংস্থান রয়েছে।

অগ্রগতি / মন্তব্য:

  •  জুলাই, ১৭ পর্যন্ত ক্রমপুঞ্জিত ভৌত অগ্রগতিঃ ৮০%
  • জুলাই, ১৭ পর্যন্ত ক্রমপুঞ্জিত ব্যয়ঃ ৫৩০৯২.০০ লক্ষ টাকা
  • লালখান বাজার হতে মুরাদপুর পর্যন্ত প্রকল্পের মূল ফ্লাইওভারের কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে ২নং গেইট জংশনে Ramp ও Loop এর কাজ চলমান রয়েছে।